How to become successful | Think and grow rich lesson Motivational financial Education Bangla
How to become successful | Think and grow rich lesson Motivational financial Education Bangla আমেরিকান স্টিল বিজনেস টাইকুন এন্ড্রু কার্নেগী ছিলেন তৎকালীন আমেরিকার সবচাইতে ধনী মানুষদের একজন। যেই ব্যক্তি শূন্য থেকে শুরু করে কয়েক হাজার কোটি ডলারের বিজনেস এম্পায়ার নিজ…
How to become successful | Think and grow rich lesson Motivational financial Education Bangla
আমেরিকান স্টিল বিজনেস টাইকুন এন্ড্রু কার্নেগী ছিলেন তৎকালীন আমেরিকার সবচাইতে ধনী মানুষদের একজন। যেই ব্যক্তি শূন্য থেকে শুরু করে কয়েক হাজার কোটি ডলারের বিজনেস এম্পায়ার নিজ দমে দাঁড় করিয়ে ছিলেন। ইন্টারভিউ এক পর্যায়ে এন্ড্রু কার্নেগী নেপোলিয়ন হিল কে একটি জীবন পরিবর্তনকারী অফার দেন। এন্ড্রু কার্নেগী তাকে বলেন আমি আমার সারা জীবনের পথচলায় যে জ্ঞান অর্জন করেছি আমি চাই আমার মৃত্যুর পরও এই নলেজ গুলো পৃথিবীতে থেকে যাক। যাতে করে পরবর্তী প্রজন্ম এই নলেজ কে ব্যবহার করে জীবনে সফল হতে পারে। আমি চাই তুমি আমার জন্য সারা পৃথিবী successfulর সবচাইতে সফল লোকেদের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ কর। এর পেছনে যত টাকা খরচ হবে যত দেশে ভ্রমণ করতে হবে সব খরচ আমি বহন করব। আমি চাই তুমি আগামী 25 বছর যাবৎ সারা পৃথিবীর সবচাইতে সম্পদশালী ও সফল লোকেদের জীবনের অর্জিত সমস্ত জ্ঞান গুলো কে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করো যেটা ব্যবহার করে যে কোন মানুষ চাইলে সফলতার সর্বোচ্চ শিখরে উঠতে পারে। আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য উপহার হিসেবে এই বইটি রেখে যেতে চাই।
নিজের উপর বিশ্বাস আর প্রবল আকাঙ্ক্ষা এবং বারবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত থাকার অভ্যাস লেখকের ছেলে ব্লেয়ারকে একটা সুখী ও সমৃদ্ধশালি জীবন দিয়েছিল।
Lesson number 2
Use the Power of subconscious mind
অবচেতন মনকে প্রভাবিত করার মাধ্যম
অটো সাজেশন হলো এমন একটি টাইম যে সকল সাজেশন কে উদ্দীপন করে তোলে পঞ্চম দের মাধ্যমে মানুষের মনে পৌঁছে দেয়। এটি হল মনের সাথে যোগাযোগের একটি পন্থা যেখানে সচেতন চিন্তা ভাবনাগুলো আশ্রয় নেয় এবং অবচেতন মনের একশন এর জন্য কাজ করে। একেবারে সহজ ভাষায় বোঝাতে চাইলে অবচেতন মন হলেও মানুষের মনের ঐ দিক যেটা অটোমেটিক্যালি কাজ করে। যেমন আপনি যখন হাঁটতে থাকেন তখন আপনার ব্রেন কে চিন্তা করতে হয় না আপনি কিভাবে হাঁটবেন । প্রথম প্রথম গাড়ি চালানো শিখলে কিংবা সাইকেল চালানো শিখলে আপনাকে বারবার মাথা খাটিয়ে এগুলো চালাতে হয় ব্রেক ধরার সময় মাথা খাটাতে হয় চালানোর সময় মাথা কাটাতে হয় এবং সত্যি খরচ করতে হয় কিন্তু যখন আপনি একবার এই গাড়ি কিংবা সাইকেল চালানো শিখে যান তখন আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি এই কাজগুলো করে তখন আপনি মাথায় অন্য চিন্তা করতে করতেও সাইকেল কিংবা গাড়ি চালাতে পারবেন । বা অন্য দিকে তাকিয়ে সাইকেল অথবা গাড়ি চালাতে পারবেন। যখন আপনার সচেতন মন একটা কাজ শিখে ফেলে তখন সেটা অবচেতন মনের কাছে দিয়ে দেয় এবং অবচেতন মন সেটা অটোমেটিক্যালি মানে অটো পাইলট মুডে কাজটা করতে থাকে। এখানে লেখক বোঝাতে চেয়েছেন পৃথিবীব্যাপী সবচেয়ে সফল ২৫ হাজারেরও বেশি মানুষ তাদের সফলতার জন্য নিজেদের অবচেতন মন কে ব্যবহার করেছে। আমাদের অবচেতন মন যেমন প্রতিদিনকার কার্যকলাপ গুলো অটোমেটিক করে দেয় ঠিক তেমনি তারা অবচেতন মনের কাছে এমন কিছু ইনফরমেশন ও তথ্য পৌঁছেছেন যেগুলো তাদেরকে অটোমেটিক্যালি সফলতার পথে লাগাতার কাজ করতে সাহায্য করেছে। লেখক বলেন অবচেতন মান একটি উর্বর বাগান যেখানে কাঙ্খিত শস্যের উপর না করলে তা ভরে উঠবে আগাছায়। তাই আপনি যদি আপনার মনের খোরাক হিসেবে ভালো জিনিস তাকে দিতে না পারেন তবে সেখানেও আগাছা তৈরি হবে এবং আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দিবে। আর যদি আপনি আপনার অবচেতন মনকে এমন কিছু দিতে পারেন যেটা সফলতার জন্য আপনাকে সবসময় ধাক্কাতে থাকবে তবে সেটা যেভাবেই হোক আপনাকে সফল করেই ছাড়বে। উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি প্রতিদিন সকালবেলা ধর্মীয় প্রার্থনা করেন প্রতিদিন ২০ পেজ করে কোন একটা শিক্ষামূলক বই পড়েন তবে এগুলো আপনার অবচেতন মনকে সফলতার পথে সবসময় কৃয়াশীল রাখবে। আর ওই একই সময় আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়েন টেলিভিশন ছেড়ে কোন খারাপি রাহাজানি ছিনতাই এর খবর শোনেন তবে সেগুলো আপনার অবচেতন মনে অশান্তি এনজাইটি ডিপ্রেশনের মত ক্ষতিকর বিষয়গুলোকে স্থাপন করে দেবে। তাই আপনি আপনার অবচেতন মনকে কি খোরাক দিচ্ছেন এটার ব্যাপারে আপনার অবশ্যই সচেতন থাকা উচিত। এবং প্রতিনিয়ত অবচেতন মনকে সফল হওয়ার জন্য সফল লোকেদের জীবনী সাফল্যকেদের উক্তি সফল লোকেদের ভিডিও মোটিভেশনাল ইনফরমেশন যার যার ধর্মগ্রন্থের চর্চা করাটা বেশ জরুরী।
আজকের এই অসাধারণ লেসন গুলো আমরা শিখলাম নেপোলিয়ন হিল এর বই think and grow rich থেকে। যেটা সফলতা প্রাপ্তির ক্ষেত্রে সর্বকালের সেরা বইগুলোর একটি।